Saturday, November 24, 2018

পরদেশীয়া (গান)

শুনে যাও ও পরদেশীয়া
প্রেমে পড়েছি আমি,
নিয়ে যাও গো এ মন আমার
জানে মরেছি আমি।

লেগেছে এ বুকেতে হাওয়া
হাঁটিয়াছো তুমি,
থেমেছে পলক অন্ধ চোখের
তাকিয়েছ যে তুমি।

শুনে যাও ও চন্দ্র-তারা
প্রেমে পড়েছি আমি,
দেখে যাও ও পরদেশীয়া
দিক ভুলেছি আমি।

পড়েছে পলক এ চোখেতে
চলে গেলে যে তুমি,
ভুলেছি আমাকে আমি
এসেছিলে তো তুমি।

রেখে যাও গো পরশ তোমার
হয়ে এ পথের নারী,
ছুঁয়ে দিব ছায়া তোমার
প্রেমেতে আমি মরি।

শুনে যাও পরদেশীয়া
মন ভুলেছি আমি,
পড়েনি চোখেতে পলক আমার
হেসেছিলে যে তুমি।

নিয়ে যাও এ মন আমার
জানে মরেছি আমি,
শুনে যাও পরদেশীয়া
মন ভুলেছি আমি।

No comments:

Post a Comment