Tuesday, August 23, 2016

প্রাকৃতিক উপায়ে মশা দমন

প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-৯

Experiment:8




তারিখঃ ২২/০৮/২০১৬


স্থানঃ শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রুম নং- ১৩১)


ফাঁদের সংখ্যাঃ ১টি। ঘরের মধ্যে। নতুনভাবে বানানো। পুরনো গুলো ব্যবহার করা সম্ভব হলোনা প্রচন্ড গন্ধের কারনে।


পানির পরিমাণ ২৫০মি.লি., চিনি ১০০গ্রাম, ইষ্ট ৩ টেবিল চামচ। ইষ্ট মেশানো অবস্থায় পানির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এই পানিতে চিনি মেশানোর পর তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। পানি ফুটানো হয়নি।


ফলাফলঃ


সন্ধ্যায় প্রচণ্ড মশার প্রকপ। ফাঁদ দেয়ার পরে হঠাৎ ঘন্টা তিনেকের মত কোন মশা নেই। ফাঁদের আশেপাশেও কোন মশা ঘুরতে দেখা গেলনা। ফাঁদে গ্যাস হয়ে বোতলের ছিপি লাগানো মুখ ইষ্টের ফেনায় বন্ধ হয়ে গেছিল। পরে ফেনা ছাড়িয়ে দিলাম। রুমে সেসময় মসুর ডাল আর ব্রয়লার মুরগী রান্না হচ্ছিল।


**রুমমেটের বিরক্তি আজ রাগে পরিণত হয়ে গেছে। পুরণো ফাঁদ গুলিতে এলকোহলের গন্ধ করায় বাইরের পোলাপান আমাকে সন্দেহ করা শুরু করে দিসে। আমি হলে নিম্নমানের মদ বানাচ্ছি এরকম টাইপ। কারো এজেন্ট হিসেবে সবার সামনে তা করার সাহস দেখাচ্ছি ইত্যাদি।**


  (বি.দ্র.  ঘরে আর বাইরে আজ অসংখ্য মশা। গত কাল বৃষ্টি হওয়ায় আর আজ রোদ হওয়ায় মশার উৎপাত আজ চরমে)


পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন
পর্ব-৪ দেখতে ক্লিক করুন  
পর্ব-৫ দেখতে ক্লিক করুন 
পর্ব-৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-৮ দেখতে ক্লিক করুন 
পর্ব-৯ দেখতে ক্লিক করুন  
পর্ব-১০ দেখতে ক্লিক করুন 
পর্ব-১১ দেখতে ক্লিক করুন 
পর্ব-১২ দেখতে ক্লিক করুন

প্রাকৃতিক উপায়ে মশা দমন

প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-৮

Experiment: 7


তারিখঃ ২১/০৮/২০১৬

স্থানঃ শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রুম নং- ১৩১)

ফাঁদের সংখ্যাঃ ৩টি। ১টি ঘরের মধ্যে। ২টি ঘরের বাইরে যেগুলি ১দিনের পুরনো; এগুলো আগের রাতে ব্যবহার করা আর বেশ গন্ধ।

আর নতুন ভাবে বানানো অর্থাৎ পানি, চিনি, ইষ্ট মিশিয়ে বানানো যেটিতে CO2 তৈরি হচ্ছে সেটিতে পানির পরিমাণ ২০০মি.লি., চিনি ৭০গ্রাম, ইষ্ট ৩ টেবিল চামচ। ইষ্ট মেশানো অবস্থায় পানির তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। এই পানিতে চিনি মেশানো অবস্থায় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস তারপর পানি ফুটিয়ে তা ৩১ ডিগ্রী তাপমাত্রায় এনে ইষ্ট মিশিয়েছি।

ফলাফলঃ

একদিনের পুরনো এলকোহলের গন্ধ বিশিষ্ট ২টি ফাঁদ যেগুলি ঘরের বাইরে ছিলঃ কোন মশা বা ইনসেক্ট ঘুরতে দেখা যায়নি। সারারাত বৃষ্টি হওয়ায় কোন মশা নেই।

নতুন ফাঁদঃ মশা ঢুকেনি। তবে কিছু মশা ফাঁদকে কেন্দ্র করে ঘুরাফিরা করেছে।

**রুমমেট এর সাথে রাগারাগি করে একটা ফাঁদ আজ ঘরে রেখেছি। বাইরে বোতল কেটে বানানো ফাঁদ দেখে অনান্য অনেক ছাত্ররাও আজ ঠাট্টা করেছে**

 (বি.দ্র. হলে ঘরে আর বাইরে আজ কোন মশা নাই। বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় কোন মশা নেই। এছাড়া প্রচণ্ড বাতাস ও বইছে। রুমে কালকের লুকিয়ে থাকা কিছু মশা হালকা জ্বালাতন করেছে সন্ধ্যায়। পরে আর মশার উপদ্রব লক্ষ করা যায়নি।)


পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন 
পর্ব-৩ দেখতে ক্লিক করুন 
পর্ব-৪ দেখতে ক্লিক করুন  
পর্ব-৫ দেখতে ক্লিক করুন 
পর্ব-৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-৮ দেখতে ক্লিক করুন 
পর্ব-৯ দেখতে ক্লিক করুন  
পর্ব-১০ দেখতে ক্লিক করুন 
পর্ব-১১ দেখতে ক্লিক করুন 
পর্ব-১২ দেখতে ক্লিক করুন


প্রাকৃতিক উপায়ে মশা দমন

প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-৭

Experiment: 6


তারিখঃ ২০/০৮/২০১৬

স্থানঃ শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রুম নং- ১৩১) এর ভিতরে এবং বাইরে যেখানে মশার উৎপাত বেশি।

ফাঁদের সংখ্যাঃ মোট ৫টি, ৩টি ঘরের মধ্যে যার ২ টি নতুন, ১টি দুদিনের পুরনো; এটির সাথে অল্প ইষ্ট মিশিয়ে দিলাম। ২টি ঘরের বাইরে। এগুলোর মধ্যে ১টি আগের রাতে ব্যবহার করা যেটিতে হালকা খেজুরের রসের মত গন্ধ, ১টি গত দুদিনের পুরনো, ফাঁদ যেগুলিতে এলকোহল তৈরি হয়ে খেজুরের রসের মত গন্ধ বেরুচ্ছে, পিওর আখের চিনি ব্যবহার করায় হালকা গুড়ের মত গন্ধও বের হচ্ছে।
ঘরের ভিতরে ১টি দুদিনের পুরনো এলকোহল বিশিষ্ট ফাঁদ, ২টি নতুন ফাঁদ, আর ঘরের বাইরে ১টি একদিনের পুরনো ফাঁদ আর আরেকটি দুদিনের পুরনো ফাঁদ এমন জায়গায় রাখলাম যেখানে মশা থাকার সম্ভাবনা খুব বেশি।

আর নতুন ভাবে বানানো অর্থাৎ পানি, চিনি, ইষ্ট মিশিয়ে বানানো যেটিতে CO2 তৈরি হচ্ছে সেটিতে পানির পরিমাণ ২০০মি.লি., চিনি ৭০গ্রাম, ইষ্ট ৩টেবিল চামচ। ইষ্ট মেশানো অবস্থায় পানির তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। এই পানিতে চিনি মেশানো অবস্থায় তাপমাত্রা ছিল ৯৮ ডিগ্রি সেলসিয়াস।

ফলাফলঃ

দুদিনের পুরনো এলকোহলের গন্ধ বিশিষ্ট ফাঁদ (পুনরায় অল্প ইষ্ট মেশানো) যেটি ঘরের ভেতরে ছিলঃ কোন মশা, কোন ইনসেক্ট নেই।

একদিনের পুরনো এলকোহলের গন্ধ বিশিষ্ট ফাঁদ যেটি ঘরের বাইরে ছিলঃ কোন মশা বা ইনসেক্ট ঘুরতে দেখা যায়নি।

দুদিনের পুরনো এলকোহলের গন্ধ বিশিষ্ট ফাঁদ যেটি ঘরের বাইরে ছিলঃ কোন ইনসেক্টের কোন Response নেই।

এলকোহলের গন্ধ বিশিষ্ট নতুন ২টি ফাঁদ যেগুলো ঘরের ভিতরে ছিলঃ  একটিতে ২টি আরেকটিতে ৩টি মশা। রাতে বেশ কিছু মশা ফাঁদের আশে পাশে উড়াউড়ি করেছে। এটিতে চিনির পরিমাণ বেশি দেওয়ায় কার্বন ডাই অক্সাইড বেশি তৈরি হয়েছিল। এছাড়া ইষ্টের পরিমাণ ও বেশি ছিল। এলকোহল একটু বেশি উৎপন্ন হওয়ায় ঘরে পচা ভাতের বেশ দুর্গন্ধ বেরুচ্ছিল।

কেতাব ভাইয়ের গরুর গোয়ালে রাখা নতুন ফাঁদঃ মশা ঢুকেছে ১টি। তবে অসংখ্য মশা 
ফাঁদকে কেন্দ্র করে ঘুরাফিরা করেছে।

**রুমমেট এর বিরক্তি আজ চরমে। ঘরে ফার্মেন্টেশন করছি, নিম্নমানের মদের মত গন্ধ বেরুচ্ছে, কেউ ঘরে আসলে বলবে আমরা নেশাসক্ত। গন্ধের কারনে তার কয়েকবার বমিও এসেছে। কিছু দ্রবণ ঘরে ঢেলে পড়ায় প্রচন্ড গন্ধ করছে। কয়েকবার বডি স্প্রে দিয়ে স্প্রে করা হয়েছে। গন্ধ যায়নি। আমার জন্য রুমে রেড এলার্ট জারি করা হয়েছে। ১৪৪ ধারা। এই এক্সপেরিমেন্ট আর আমাকে রুমে কোনভাবেই করতে দেয়া হবেনা। বহুত সহ্য করা হয়েছে আর নয়। বাইরে বোতল কেটে বানানো ফাঁদ দেখে অনান্য ছাত্ররাও ঠাট্টার চোখে দেখছে আমায়। নাক চেপে যাচ্ছে আর কি করছি জিজ্ঞাসা করছে। মশা মারার কথা বললে দ্বিধাহীন ভাবে আড়চোখে তাকাচ্ছে**

 (বি.দ্র. হলের ঘরে আর বাইরে আজ বেশ মশার উপস্থিতিদিনের বেলায় বৃষ্টি বাতাস কোনটি ই তেমন হয়নি বেশ রোদ গেছে দিনের বেলা)


পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন 
পর্ব-৩ দেখতে ক্লিক করুন 
পর্ব-৪ দেখতে ক্লিক করুন  
পর্ব-৫ দেখতে ক্লিক করুন 
পর্ব-৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-৮ দেখতে ক্লিক করুন 
পর্ব-৯ দেখতে ক্লিক করুন  
পর্ব-১০ দেখতে ক্লিক করুন 
পর্ব-১১ দেখতে ক্লিক করুন 
পর্ব-১২ দেখতে ক্লিক করুন

Saturday, August 20, 2016

প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-৬


Experiment: 5



তারিখঃ ১৯/০৮/২০১৬

স্থানঃ শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রুম নং- ১৩১) এর ভিতরে এবং বাইরে যেখানে মশার উৎপাত বেশি।

ফাঁদের সংখ্যাঃ মোট ৪টি, ২টি ঘরের মধ্যে, ২টি ঘরের বাইরে। এগুলোর মধ্যে ১টি আগের রাতে ব্যবহার করা যেটিতে হালকা খেজুরের রসের মত গন্ধ, ২টি গত দুদিনের পুরনো, ফাঁদ যেগুলিতে এলকোহল তৈরি হয়ে খেজুরের রসের মত গন্ধ বেরুচ্ছে, পিওর আখের চিনি ব্যবহার করায় হালকা গুড়ের মত গন্ধও বের হচ্ছে।
হলে ঘরের ভিতরে ১টি দুদিনের পুরনো এলকোহল বিশিষ্ট ফাঁদ, ১টি নতুন ফাঁদ, আর ঘরের বাইরে ১টি একদিনের পুরনো ফাঁদ আর আরেকটি দুদিনের পুরনো ফাঁদ এমন জায়গায় রাখলাম যেখানে মশা থাকার সম্ভাবনা খুব বেশি।

আর নতুন ভাবে বানানো অর্থাৎ পানি, চিনি, ইষ্ট মিশিয়ে বানানো যেটিতে CO2 তৈরি হচ্ছে সেটিতে পানির পরিমাণ ২০০মি.লি., চিনি ৭০গ্রাম, ইষ্ট ৩টেবিল চামচ। ইষ্ট মেশানো অবস্থায় পানির তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই পানিতে চিনি মেশানো অবস্থায় তাপমাত্রা ছিল ৯৮ ডিগ্রি সেলসিয়াস।

ফলাফলঃ

দুদিনের পুরনো এলকোহলের গন্ধ বিশিষ্ট ফাঁদ যেটি ঘরের বাইরে ছিলঃ কোন মশা পাওয়া গেলনারাতে তেমন কোন ইনসেক্ট বা মশা ফাঁদের আশে পাশে ঘুরতে দেখা যায়নি।

একদিনের পুরনো এলকোহলের গন্ধ বিশিষ্ট ফাঁদ যেটি ঘরের বাইরে ছিলঃ কোন মশা পাওয়া গেলনারাতে তেমন কোন ইনসেক্ট বা মশা ফাঁদের আশে পাশে ঘুরতে দেখা যায়নি।

দুদিনের পুরনো এলকোহলের গন্ধ বিশিষ্ট ফাঁদ যেটি ঘরের ভিতরে ছিলঃ ২টি মশা। রাতে তেমন কোন ইনসেক্ট ফাঁদের আশে পাশে ঘুরতে দেখা যায়নি।

এলকোহলের গন্ধ বিশিষ্ট নতুন ফাঁদ যেটি ঘরের ভিতরে ছিলঃ  ৩টি মশা। রাতে বেশ কিছু মশা ফাঁদের আশে পাশে উড়াউড়ি করেছে। এটিতে চিনির পরিমাণ বেশি দেওয়ায় কার্বন ডাই অক্সাইড বেশি তৈরি হয়েছিল। এছাড়া ইষ্টের পরিমাণ ও বেশি ছিল। 
এলকোহল একটু বেশি উৎপন্ন হওয়ায় পচা ভাতের মত গন্ধ বেরুচ্ছিল।

**মশা না পাওয়ায় রুমমেট এর আজ বিরক্তি আর জিজ্ঞাসা আমি আসলে কি করছি? মশা দমনের জন্য এভাবে কাজ না করে বরং যে সকল রাসায়নিক গুলি মশা দমন করতে ব্যবহার করা হয় সেগুলি সম্পর্কে জেনে তা প্রাকৃতিক ভাবে তৈরি করার পদ্ধতি আবিষ্কার করা হবে বুদ্ধিমানের কাজ (রুমমেট কেমিস্ট্রির ছাত্র)**

(বি.দ্র. হলের ঘরে আর বাইরে আজ বেশ মশার উপস্থিতিদিনের বেলায় বৃষ্টি বাতাস কোনটি ই তেমন হয়নি)


পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন 
পর্ব-৩ দেখতে ক্লিক করুন 
পর্ব-৪ দেখতে ক্লিক করুন  
পর্ব-৫ দেখতে ক্লিক করুন 
পর্ব-৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-৮ দেখতে ক্লিক করুন 
পর্ব-৯ দেখতে ক্লিক করুন  
পর্ব-১০ দেখতে ক্লিক করুন 
পর্ব-১১ দেখতে ক্লিক করুন 
পর্ব-১২ দেখতে ক্লিক করুন