Saturday, November 24, 2018

তোমার আমার আকাশ (গান)

আকাশ?
সেতো তোমার আমার,
উড়লে আমরা সেথা
দেখবে কে আর তারা...

আকাশ?
সেথায় তুমি একাকী গ্রহ
আর আমি একা তারা,
দুজনে যে আমরা হেথায়
একে অন্যের ধারা...

আকাশ?
সেথায় সাজায় গোধূলি,
থাকি যেথায় একসাথে
শুধু আমি আর তুমি।

আকাশ?
দেখো, হয়েছে দারুণ নীলা!
এক হয়ে উড়াই চলো
সাদা মেঘের ভেলা।

আকাশ?
সেথায়, যেখানে যাও তুমি,
আছি শুধু আমি তোমার
হয়ে একা তারা...

No comments:

Post a Comment