কেন আসিয়াছো তুমি
এই ভুবণেতে,
মরি আমি ওগো শোনো
তোমারি চোখেতে।
উড়েছি যখন আমি
স্বপনের আকাশে,
তখনো তুমি ছিলে
ভেসে ঐ বাতাসে।
তোমাকে খুঁজেছি আমি
তুষারের সাদাতে,
ছিলে কোথা তুমি বলো
গলেছে নদীতে।
নিয়ে যাও আমার সুখ
রেখে দাও আমার দুঃখ,
ভালোবেসে তোমায় আমি
মরিবো সুখেতে।
এ জীবনে আছে যত
হৃদয়ের কাঁপন,
তুমি সেথা গেঁথে আছো
আজীবন মরণ।
এসেছিলে কেন তুমি
এ ভুবণেতে,
মরেছি আমি কেন
তোমারি চোখেতে?
এই ভুবণেতে,
মরি আমি ওগো শোনো
তোমারি চোখেতে।
উড়েছি যখন আমি
স্বপনের আকাশে,
তখনো তুমি ছিলে
ভেসে ঐ বাতাসে।
তোমাকে খুঁজেছি আমি
তুষারের সাদাতে,
ছিলে কোথা তুমি বলো
গলেছে নদীতে।
নিয়ে যাও আমার সুখ
রেখে দাও আমার দুঃখ,
ভালোবেসে তোমায় আমি
মরিবো সুখেতে।
এ জীবনে আছে যত
হৃদয়ের কাঁপন,
তুমি সেথা গেঁথে আছো
আজীবন মরণ।
এসেছিলে কেন তুমি
এ ভুবণেতে,
মরেছি আমি কেন
তোমারি চোখেতে?
No comments:
Post a Comment