Saturday, November 24, 2018

আমি কাহার লাগি (গান)

আমি কাহার লাগি
দেবো পাড়ি,
সাঁতার কেটে
ওই নদিটা...

কাহার লাগি
ডুববো জলে,
বানে ভেসেছে
দেখো বিলটা...

তুমি, হারিয়ে গেলে
কোন অচেনাতে
তুমি, রহিলে কেনো
বলো এ মনেতে?

কাহার লাগি আমি
বাঁধিবো সুর বলে,
গেয়ে যে যায়
ভোরে পাখিটা।
কাহার লাগি
গাঁথিবো মালা,
ফুলেতে বসে
কত ভ্রমরা।

আমি কাহার লাগি
লিখিবো কবিতা,
রয়েছে বইয়ে
তা হাজারোটা।

কাহার লাগি
বিরহে মরিবো,
লিখেছে কত শত
গানে তা।

ও, তুমি হারিয়ে গেলে
কোন অজানাতে,
কেনো বিঁধিলে
আমারি এ বুকেতে...

কাহার লাগি আজ
জ্বালিবো প্রদীপ,
জোনাকী হয়েছে
পথে হারা।

কাহার লাগি
সাজাবো চাঁদটা,
পূর্ণিমা নেমেছে আজ
ভরে এ ধারা।

কাহার সাথে
গুণবো তারা আমি,
ভেসেছে আকাশে
মেঘেরা ছাড়া।

কাহার লাগি
স্বপ্নে আজি,
উড়িয়ে দেবো
ছেঁড়া পালটা।

হারিয়ে গেলে তুমি
কোন অজানাতে,
বিঁধিলে কেনো
তুমি এ বুকেতে।

ও ও,  হারিয়ে গেলে
কোন অচেনাতে
তুমি, রহিলে কেনো
বলো এ মনেতে?

No comments:

Post a Comment