Saturday, November 24, 2018

প্রেমেতে পাগলপরা (গান)

তোমাতে আবেশী আমি
তোমাতে যে হারা,
তোমার প্রেমে যে আমি
এই তো পাগলপরা।


তোমার বুলিতে হারাই আমি
এ দুনিয়া ধারা,
তোমার চোখে দেখি আমি
মেঘের ভাসানো ভেলা।


তুমি চোখ মেললে দুনিয়া ভরে
নামে সূর্যের আলো,
কাঁদলে তুমি বর্ষায় হেলে
কদম ফুলের ডালো।


তুমি হাসলেই ভুলি যে আমি
হিমালয়ের চূঁড়ায়,
রাগলে তুমি গলে পড়ে তা
হয়ে ঝরণা ধারায়।

তুমি ছুটলে কাজল চোখে
প্রজাপতিরা পড়ে লজ্জায়,
রঙের বাহার কত আছে তাদের
মেলে দেখে তা ডানাটায়।

তুমি বললে মিশে যাই আমি
কাঠগোলাপের নকশায়,
হাঁটু গেড়ে বসে হৃদয়টা আমার
শুধুই তোমায় দিতে চাই।


তোমাতে হয়ে আবেশী
পড়েছি আমি লজ্জায়,
তোমাতে হারিয়ে আমি
রয়েছি পাগল পরায়।

No comments:

Post a Comment