Saturday, November 24, 2018

যেও না কখনো (মায়ের গান)

সেদিনও আকাশে
জানো, হেসেছিল চাঁদ,
পরালো এসে টিপ
এই কপালে।

ঘুমিয়েছি সেদিনও
জানো, আমি সারারাত,
রেখেছিলে হাত তাই
এই কপালে।

সেদিনও হেসেছি আমি
দম ফাটিয়ে,
আজ কেন রয়েছি
বলো, গোমরা মুখে।

ভাবিনি কখনো আমি
জ্বলবে তুমি,
একা তারা হয়ে
ঐ দূর আকাশে।

যেও না কখনো শোন
ঐ দেশেতে, যেথা
সন্ধ্যাতারা হয়ে
তুমি জ্বলবে।

No comments:

Post a Comment