Saturday, November 24, 2018

তুমি ছিলে তখনো (গান)

ছিলাম যখন আমি
ঐ মরুদের দেশে,
ডুবিয়াছি বালুঝড়ে
সে কী ছিল বেগে?

হেঁটেছি যখন খালি
পায়েতে মরুতে,
পুড়েছি-জ্বলেছি কত
গরমো বালিতে।

পড়েছি যখন আমি
তুষারের ঝড়ে,
সবুজো ঢেকেছে কত
সাদাতে আমাতে।

ছুঁয়েছি সে শীতলতা
ছিল কত কাছে,
ডুবিয়ে ঢাকিলো তাহা
হিম হলো পিছে।

তুমি ছিলে তখনো এ
মনেরি মাঝারে,
দেখিয়াছি তোমারি ছবি
এ অন্তরেতে।

রাখিয়া তোমাকে তখন
ছিলাম ও ভাবিয়া,
বাঁচিয়াছি তখনো
তোমার প্রেমেতে পড়িয়া।

ছুটিয়াছি যখন আমি
বিজলী বেগেতে,
বজ্রপাতে-ঝড়োরাতে
মেঘেদের আকাশে।

সেই তুফানের উঠানে
কত মেঘেদের রাগ,
সহসা জ্বলিলো শত
পুড়িলো তাহাত।

অন্ধকারে ছায়াঘরে
জ্বালিয়া প্রদীপো,
ফুরাইয়া সলতে তাহার
নিভিলো বান্ধবো।

সে বান্ধবো লইয়া
আমি কাঁপিলাম ভাবিয়া,
এইতো বুঝি জুজু এলো
সবকিছু ছাড়িয়া।

ছিলে তুমি তখনো এ
মনেরি মাঝারে,
দেখিয়াছি তোমারি ছবি
এ অন্তরেতে।

রাখিয়া তোমাকে তখন
ছিলাম ও ভাবিয়া,
বাঁচিয়াছি তখনো তোমার
প্রেমেতে পড়িয়া।

ঘামেতে ভিজিলাম আমি
নদীতে ডুবিয়া,
থমকে জলপ্রপাত
আমি চলেছি ভাসিয়া।

সে নদীরো প্রান্তরে
এক খড়কুটো হাসিলো,
আকড়িয়া ধরিলাম তবু
ভাসিয়া চলিলো।


ডাকিয়া গর্জনো ঐ
সাগরের ঢেউয়ে,
পড়িলো সে এ জীবনে
যখন আছড়িয়ে।

চক্ষু হইলো সংকুচিত
খুইলা দেখি সূচী,
চাইয়া আছে যমদূতো
আমি মৃত্যুমুখী।

ও, তখনো তুমি এ
মনেরি মাঝারে,
দেখিলাম তোমারি ছবি
এ অন্তরেতে।

রাখিয়া তোমাকে তখন
ছিলাম ও ভাবিয়া,
বাঁচিয়াছি তখনো তোমার
প্রেমেতে পড়িয়া।

No comments:

Post a Comment