Saturday, November 24, 2018

গোধুলি বেলায় পশ্চিমাকাশে রক্তিম লালিমা দেখেছি। অমাবশ্যায় কলংকিত চাঁদের মর্ম বুঝেছি। কুয়াশায় ভেজা দূর্বাঘাসে খালি পায়ে হেঁটেছি। বর্ষার সকালে ঘর্মাক্ত পাতাবাহারের সজীবতা দেখেছি। শিকারির হাত থেকে পালিয়ে বাঁচা ভিতু হরিণির চক্ষু ছুঁয়েছি। শুধু তোমার সাথে কাটানো সেই শীতের সকালটা আরেকবার পাইনি। ঋতু বদলায়নি। সূর্য উঠেনি।

No comments:

Post a Comment