Saturday, November 24, 2018

চিনিনি তোমাকে (গান)

শিশিরে রয়েছো তুমি
সূর্যালোকে হেসে কূল,
চিনিনি তোমাকে আমি
কেন হলো এমন ভুল?

তুমি তো সে হেসে বেড়াও
থেমে থাকা পটোফুলে,
চিকিমিকি জ্বলে তা যে
চান্দের ই আভাস পেলে।

খুঁজি যে তোমাকে আমি
ঝরণার ই কোলাহলে,
বয়ে চলে উষ্ণতা তার

পাহাড় হতে নদীর ঢলে।

তোমায় আমি খুঁজি যেথায়
ভ্রমর উড়ে হারায় কূল,
ঐ যে দেখো ফুটেছে কত
বাগান ভরে ঘাসফুল।

আমি যে তোমাকে খুঁজি
চাহিয়া আকাশেতে,
কত শত তারা দেখো
জুড়ে আছে তারি বুকে।

শিশিরে রয়েছো তুমি
সূর্যালোকে হেসে কূল,
চিনিনি তোমাকে আমি
কেন হলো এমন ভুল?

হু হু হু হু হু হু হু
হু হু হু হু হু হু হু

চিনিনি তোমাকে কেন?
আরো আরো আরো আগে...
এত কাছে ছিলে তুমি...
হু হু হু হু হু হু হু হু

চিনিনি তোমাকে আমি,
কেন হলো এমন ভুল?
এত কাছে ছিলে তুমি...
লা লা লা লা লা লা লা

No comments:

Post a Comment