মরুভূমির মরীচিকায়
কী দেখি চেয়ে,
তুমি তব আনমনে
হেসেছো ফিরে।
আমি দেখি ফোটে ফুল
পাপড়ি মেলে, তুমি
মেঘো চোখে চেয়ে থাকো
ভ্রমরা এলে।
ঐ চোখেতে তোমার বলো
কী এত যাদু,
তাকিয়ে মরেছি আমি
হারিয়েছি সবকিছু।
সারাক্ষণ আমায় আমি
হারিয়ে ফেলি,
সবকিছু তুমি আমার
কী করে বলি?
খুঁজে দেখো শুধু আমি
তোমাতে আমি...
আমি দেখি তারাদের
তোমারই চোখে,
পলকে তাদের আবার
হারাই ফেলে।
স্বপনে ভাঙ্গাই আমি
তোমারি মান,
জাগিয়া করো তুমি
কত অভিমান।
ডাকিলে তুমি শুনি
পাখিদের গান,
অন্তরে কী যে লাগে
কীসেরই টান?
সারাক্ষণ আমায় আমি
হারিয়ে ফেলি,
সবকিছু তুমি আমার
কী করে বলি?
খুঁজে দেখো শুধু আমি
তোমাতে আমি...
তোমায় এত দেখি তবু
কেন মন ভরে না,
কী মোহে পড়েছি আমি
এ কী যাতনা!
আছো তুমি আমার
এ হৃদয়ে, বলো
কেমনে পাবো তোমায়
নিজের করে।
খুঁজে দেখো শুধু আমি
তোমাতে আমি...
সারাক্ষণ আমায় আমি
হারিয়ে ফেলি,
সবকিছু তুমি আমার
কী করে বলি?
কী দেখি চেয়ে,
তুমি তব আনমনে
হেসেছো ফিরে।
আমি দেখি ফোটে ফুল
পাপড়ি মেলে, তুমি
মেঘো চোখে চেয়ে থাকো
ভ্রমরা এলে।
ঐ চোখেতে তোমার বলো
কী এত যাদু,
তাকিয়ে মরেছি আমি
হারিয়েছি সবকিছু।
সারাক্ষণ আমায় আমি
হারিয়ে ফেলি,
সবকিছু তুমি আমার
কী করে বলি?
খুঁজে দেখো শুধু আমি
তোমাতে আমি...
আমি দেখি তারাদের
তোমারই চোখে,
পলকে তাদের আবার
হারাই ফেলে।
স্বপনে ভাঙ্গাই আমি
তোমারি মান,
জাগিয়া করো তুমি
কত অভিমান।
ডাকিলে তুমি শুনি
পাখিদের গান,
অন্তরে কী যে লাগে
কীসেরই টান?
সারাক্ষণ আমায় আমি
হারিয়ে ফেলি,
সবকিছু তুমি আমার
কী করে বলি?
খুঁজে দেখো শুধু আমি
তোমাতে আমি...
তোমায় এত দেখি তবু
কেন মন ভরে না,
কী মোহে পড়েছি আমি
এ কী যাতনা!
আছো তুমি আমার
এ হৃদয়ে, বলো
কেমনে পাবো তোমায়
নিজের করে।
খুঁজে দেখো শুধু আমি
তোমাতে আমি...
সারাক্ষণ আমায় আমি
হারিয়ে ফেলি,
সবকিছু তুমি আমার
কী করে বলি?
খুঁজে দেখো শুধু আমি
তোমাতে আমি...
No comments:
Post a Comment