দল দল দল
তুই দামাল দল
দল দল দল
দল দল দল
তুই আমার দল।
আমি জানিরে
আমি জানিরে
তুই বাংলাদেশ দল।।
আমি দেখেছি তোকে
আমি দেখেছি তোকে
আমার বাবার চোখে,
আমি খুঁজেছি তোকে
আমি খুঁজেছি তোকে
আমার ভাইয়ের ভাবে।
আমি দেখেছি তোকে
পাড়ার খেলার মাঠে
আমি জেনেছি তোকে
সারা বিশ্ব ঘুরে।
তুই ক্রিকেট দল
তুই বজ্রদল।
দল দল দল তুই
দামাল দল
দল দল দল তুই
আমার দল।।
আমি দেখেছি তোকে
কচি শিশুর চিৎকারে,
আমি ভেবেছি তোকে প্রত্যকে
পরীক্ষার রাতে।
আমি দেখেছি তোকে
পাড়ার খেলার মাঠে
আমি জেনেছি তোকে
সারা বিশ্ব ঘুরে।
তুই ক্রিকেট দল
তুই বজ্রদল।
দল দল দল তুই
দামাল দল
দল দল দল তুই
আমার দল।।
আমি দেখেছি তোকে
কচি শিশুর চিৎকারে,
আমি ভেবেছি তোকে প্রত্যকে
পরীক্ষার রাতে।
আমি পেয়েছি তোকে
আমার মায়ের আবেগে।
আমি দেখেছি তোকে
মাঠে কম্পন ঘটাতে।
তুই বাংলাদেশ দল
তুই আমার দেশের দল।
দল দল দল
তুই আমার দল
দল দল দল তুই
বাংলাদশে দল।।
তুই রাত জেগে থাকা
সব চায়ের স্টল,
তুই বিজয়ের পরে
মহা আবেগের ঢল,
তুই আমার বোনের
মিছে হিংসের ছল,
তুই বিশ্ব কাঁপানো
এক বাঘের দল।
তুই র্ঘূণীদল
তুই ক্রিকেট দল।
দল দল দল
তুই দামাল দল
দল দল দল
তুই আমার দল
আমার দেশের দল
বাংলাদেশ দল।
তুই ক্রিকেট দল।।
No comments:
Post a Comment