Saturday, November 24, 2018

তুমি ছাড়া (গান)

এ মনো পুড়িয়া
অন্তরও জ্বলিয়া
লোহিত হইয়াছে তা
তোমারে দেখিয়া।

উইড়ো তুমি আকাশে
যাইয়ো ভাইসা ভাটাতে,
খুঁইজা লইব তোমায় আমি
শালুকের ওই হাসিতে।

তোমার চোখের পলকে
তোমার ঠোঁটের হাসিতে,
বেঁধে দেবো বকুল মালা
তোমার চুলের খোপাতে।

ভুল কইরা তুমি শোন
তাকাইও না এ চোখেতে,
পুইড়া আমি যাবো আবার
সুরুযের ই রাগেতে।

ছিঁড়িয়া-ফাঁড়িয়া এ
বুকটা আমার, দেখো
এ হৃদয়ে তুমি ছাড়া
নাই কিছু আর।

এ মনো পুড়িয়া
অন্তরও জ্বলিয়া
লোহিত হইয়াছে তা
তোমারে দেখিয়া।

ছিঁড়িয়া-ফাঁড়িয়া এ
বুকটা আমার, দেখো
এ হৃদয়ে তুমি ছাড়া
নাই কিছু আর।

No comments:

Post a Comment