Saturday, November 24, 2018

দেখেছিলাম আমি (গান)

দেখেছিলাম আমি তোমায়
ঐ মেঘের আড়ালে,
পেয়েছিলাম তোমায়
ঐ বৃষ্টির অঝোরে।

তোমায় আমি ছুঁয়েছিলাম
কোনো প্রজাপতির ডানায়,
দেখেছিলাম আমি তোমায়
তার বাহারি রংয়ের মেলায়।

নেমেছিলাম গায়ে মেখে
চাঁদের জোছনায়,
সেতো এসেছিল হেসে
কত শত পূর্ণিমায়।

তুমিও মিশে ছিলে তাতে
শুধু আমি বলেছি তাই।

ছিলে তুমি গা এলিয়ে
কোনো ঢেউ তরঙ্গে,
দেখেছি আমি তোমায়
সব মুক্ত বিহঙ্গে।

যাবে তুমি কোথা আর
কোন অতলে?
পৃথীবিটা সেজে
আছেতো গোলে।

দেখেছিলাম আমি তোমায়
মেঘের আড়ালে,
বৃষ্টিতে ভিজে তুমি
হারাবে কোন অতলে?

গেঁথে দেব মুক্তোর মালা
শুধু তুমি চাইলে।

No comments:

Post a Comment