Saturday, November 24, 2018

লুকোনো কদম ফুলটা শুকিয়ে যাচ্ছে। ভেজা চুলে আর কতক্ষণ? বৃষ্টি থেমেছে। পূর্বাকাশে এখনো রংয়ের মেলা বসেনি। খেলার ছলে একগাল পানি ছুড়ে একটা রংধণু বানিয়ে দিবে? ক্লান্ত চোখজোড়া যে আর পলক না ফেলে পারছে না।

No comments:

Post a Comment