যাইও না চইলা তুমি
ছাড়িয়া কোথাও আমায়,
মরণে মরেছি আমি, তোমারি
প্রেমে পড়েছি আমি।
মন ভরেনি শোন
হাজারো দেখে তোমায়
হাসিয়া ফিরিয়াছ তুমি,
দেখিয়া তোমার কাজল চোখে
প্রেমেতে পড়িয়াছি আমি।
নেমেছে বুকেতে কত শূন্যতা
চলে যে গেলে তুমি,
ফিরেছো আবারো ভরেছে সবই
বানে ভেসেছে তরী।
মেতেছে এ মন আমার
বহিয়াছে হাওয়া,
পাল তুলিয়া সে যে আবার
হইয়াছে উতলা।
আর যেওনা ওগো তুমি
হাল ধরেছি আমি,
প্রেমেতে তোমার মজিয়া শোন
ডুবেছি ভরা নদী।
যেওনা চলে ওগো তুমি
ছেড়ে কোথাও আর তাই,
পড়িয়া প্রেমে তোমার-
দেখিয়া দু’চোখ,
হারিয়ে ফেলেছি আমায়।
ছাড়িয়া কোথাও আমায়,
মরণে মরেছি আমি, তোমারি
প্রেমে পড়েছি আমি।
মন ভরেনি শোন
হাজারো দেখে তোমায়
হাসিয়া ফিরিয়াছ তুমি,
দেখিয়া তোমার কাজল চোখে
প্রেমেতে পড়িয়াছি আমি।
নেমেছে বুকেতে কত শূন্যতা
চলে যে গেলে তুমি,
ফিরেছো আবারো ভরেছে সবই
বানে ভেসেছে তরী।
মেতেছে এ মন আমার
বহিয়াছে হাওয়া,
পাল তুলিয়া সে যে আবার
হইয়াছে উতলা।
আর যেওনা ওগো তুমি
হাল ধরেছি আমি,
প্রেমেতে তোমার মজিয়া শোন
ডুবেছি ভরা নদী।
যেওনা চলে ওগো তুমি
ছেড়ে কোথাও আর তাই,
পড়িয়া প্রেমে তোমার-
দেখিয়া দু’চোখ,
হারিয়ে ফেলেছি আমায়।
No comments:
Post a Comment