ঐ নীলাকাশের বুকে ভেসে
কালো মেঘের আড়ালেতে,
কী হাসে তার এমন পিছে
বাষ্প জলে?
সে জলের বর্ষণেতে
ভিজে আবার
মুগ্ধ হাসে সব সজীবে।
মরীচিকার ধোকায় পড়ে
বালি পাহাড়ে ওপারেতে,
ছোটে সবাই কীসের আশায়?
মত্ত সবাই নেশার ঘোরে!
কোথায় তুমি ছিলে ওগো
প্রেম আমারি আমায় ছেড়ে?
কোথায় এখন আছো তুমি
কালো মেঘের আড়ালেতে,
কী হাসে তার এমন পিছে
বাষ্প জলে?
সে জলের বর্ষণেতে
ভিজে আবার
মুগ্ধ হাসে সব সজীবে।
মরীচিকার ধোকায় পড়ে
বালি পাহাড়ে ওপারেতে,
ছোটে সবাই কীসের আশায়?
মত্ত সবাই নেশার ঘোরে!
কোথায় তুমি ছিলে ওগো
প্রেম আমারি আমায় ছেড়ে?
কোথায় এখন আছো তুমি
কী বা আছো আমায় রেখে?
স্বপ্ন তুমি ছোঁওনা কেন
কল্পনাতেই রয়ে গেলে,
কোথায় তুমি আছো এখন
প্রেম আমারি আমায় ছেড়ে?
বৈশাখের বাদলা দিনে
কালো মেঘের বজ্রকালে
ছোটে সবাই বৃষ্টি স্নানে।
সকালের স্নিগ্ধ রোদে
আকাশের রংধনুতে
চেয়ে কেন আনমনে?
গোধূলী সন্ধ্যাবেলায়
রাঙ্গিয়ে আবীরতায়
নামে তার কোল ভরিয়ে
পাহাড় ঢালে।
স্বপ্ন তুমি ছোঁওনা কেন
কল্পনাতেই রয়ে গেলে।
কোথায় তুমি আছো এখন
প্রেম আমারি আমায় ছেড়ে?
কোথায় তুমি ছিলে ওগো
প্রেম আমারি আমায় ছেড়ে?
কোথায় এখন আছো তুমি
স্বপ্ন তুমি ছোঁওনা কেন
কল্পনাতেই রয়ে গেলে,
কোথায় তুমি আছো এখন
প্রেম আমারি আমায় ছেড়ে?
বৈশাখের বাদলা দিনে
কালো মেঘের বজ্রকালে
ছোটে সবাই বৃষ্টি স্নানে।
সকালের স্নিগ্ধ রোদে
আকাশের রংধনুতে
চেয়ে কেন আনমনে?
গোধূলী সন্ধ্যাবেলায়
রাঙ্গিয়ে আবীরতায়
নামে তার কোল ভরিয়ে
পাহাড় ঢালে।
স্বপ্ন তুমি ছোঁওনা কেন
কল্পনাতেই রয়ে গেলে।
কোথায় তুমি আছো এখন
প্রেম আমারি আমায় ছেড়ে?
কোথায় তুমি ছিলে ওগো
প্রেম আমারি আমায় ছেড়ে?
কোথায় এখন আছো তুমি
কী বা আছো আমায় রেখে?
চান্দেরই বুড়ি আসে
সাঁঝের বেলা ষষ্ঠী হাতে,
চান্দেরই বুড়ি আসে
সাঁঝের বেলা ষষ্ঠী হাতে,
স্নিগ্ধতায় সন্ধ্যা নামায়
রৌদ্র ঠেলে আকাশ পানে,
ওপারে পশ্চিমেতে সূর্য লুকায়
লাজুক চোখে।
রৌদ্র ঠেলে আকাশ পানে,
ওপারে পশ্চিমেতে সূর্য লুকায়
লাজুক চোখে।
ভাসে ঐ সন্ধ্যাতারা
জ্বল-জ্বলিয়ে,
চন্দ্র পিছে।
কোথায় তুমি ছিলে ওগো
প্রেম আমারি আমায় ছেড়ে?
কোথায় এখন আছো তুমি
কী বা আছো আমায় রেখে?
স্বপ্ন তুমি ছোঁওনা কেন
কল্পনাতেই রয়ে গেলে।
কোথায় তুমি আছো এখন
প্রেম আমারি আমায় ছেড়ে?
স্বপ্ন তুমি ছোঁওনা কেন
কল্পনাতেই রয়ে গেলে।
কোথায় তুমি আছো এখন
প্রেম আমারি আমায় ছেড়ে?
স্বপ্ন তুমি ছোঁওনা কেন
কল্পনাতেই রয়ে গেলে।
কোথায় তুমি আছো এখন
প্রেম আমারি আমায় ছেড়ে?
স্বপ্ন তুমি ছোঁওনা কেন
কল্পনাতেই রয়ে গেলে।
কোথায় তুমি আছো এখন
প্রেম আমারি আমায় ছেড়ে?
No comments:
Post a Comment