Saturday, November 24, 2018

রিমঝিম বৃষ্টি (গান)

ঐ জোনাকির,
আলো,
ধুকুপুকু করে
জ্বলে, জানো?

ঐ বৃষ্টির,
পানি,
রিমিঝিমি ঝরে
শুধু জানি।

ঐ আকাশের,
তারা,
মিটিমিটি হাসে
শুধু দেখি।

ঐ চান্দের,
বুড়ি,
লাঠি হাতে বসে
বলে মারি।
ঐ পাখিটা,
গেয়ে চলে দেখো
শুধু তোমারি
প্রিয় গান গুলি।

ঐ কুয়াশায়,
যেন,
ঢেকে যায় কালো
মেঘ গুলি।

ঐ গালিচায়,
দেখো,
গড়াগড়ি খায়
ফুলগুলি।

ঐ সাগরের,
বুকে,
ঢেউ গুলি নাচে
কত মেলি।

ঐ নৌকা,
দেখো,
চলে কত জোরে
পাল তুলি।

No comments:

Post a Comment