কোন আকাশে ভাসো তুমি
কোন আকাশের তারা,
দেখলে তোমায় হই যে আমি
সকল বাঁধন ছাড়া...
কোন সাগরের ঢেউ তুমি
কোন নদীর ই ধারা,
তোমায় দেখলে কুলে এসে
হই যে সে কুল হারা।
কোন আকাশের মেঘ তুমি
কোন আকাশে উড়ো,
বৃষ্টি হয়ে ভিজিয়ে করো
আমায় জড়োসড়ো।
কোন মালার ই ফুল তুমি
কোন গাছেতে ফুটো,
চাইলেই আমি কেন ওগো
শুকনো শুকনো করো।
কোন পাখির ই ডানা তুমি
কোন অদুরে ঘুরো,
হারিয়ে ফেলি মাঝ আকাশে
ঘুড়ি আমার উড়ো।
কোন রাজার ই কণ্যা তুমি
কোন বা দেশের রাণী,
নীল শাড়িতে বারে বারে
কেন তোমায় খুঁজি।
কোন বাগানের গোলাপ তুমি
কোন রঙেতে ছাওয়া,
হয় না সকাল আমার কেন
তোমার ফোটা ছাড়া।
কোন আকাশের তারা,
দেখলে তোমায় হই যে আমি
সকল বাঁধন ছাড়া...
কোন সাগরের ঢেউ তুমি
কোন নদীর ই ধারা,
তোমায় দেখলে কুলে এসে
হই যে সে কুল হারা।
কোন আকাশের মেঘ তুমি
কোন আকাশে উড়ো,
বৃষ্টি হয়ে ভিজিয়ে করো
আমায় জড়োসড়ো।
কোন মালার ই ফুল তুমি
কোন গাছেতে ফুটো,
চাইলেই আমি কেন ওগো
শুকনো শুকনো করো।
কোন পাখির ই ডানা তুমি
কোন অদুরে ঘুরো,
হারিয়ে ফেলি মাঝ আকাশে
ঘুড়ি আমার উড়ো।
কোন রাজার ই কণ্যা তুমি
কোন বা দেশের রাণী,
নীল শাড়িতে বারে বারে
কেন তোমায় খুঁজি।
কোন বাগানের গোলাপ তুমি
কোন রঙেতে ছাওয়া,
হয় না সকাল আমার কেন
তোমার ফোটা ছাড়া।
No comments:
Post a Comment