Saturday, November 24, 2018

দুই দিনের দুনিয়া (গান)

দুই দিনের এই দুনিয়ায়
খুঁজো তুমি কি তাই,
বুজিলেই ঐ দু’চোখ তোমার
সাদা-কালোয় হারায়।

সেদিন ছিলে নেংটো তুমি
আজ পাইতাছ লজ্জা,
কালকে তুমি হারাবে শেষে
তুলে ধরার মজ্জা।

কোন লালসায় মত্ত তুমি
দুনিয়ারই বুকে,
তোমার গড়া পাহাড়েতে
বাঁধবে বাসা পিঁপড়ে।

কোন কুটিরে থাকো তুমি
খড়ে কিংবা ইটে,
সাদা হোক আর রঙ্গিন হোক তা
দম ফুরালে আন্ধারে।

কী বা নামে খ্যাত তুমি
কত কী কামাইয়াছো,
সবি তা অন্যেরি হবে
দাহ হইয়া দেখো।

দুই দিনের এই দুনিয়াতে
এত তোমার কী চাই,
কীসের এত দাপট তোমার
কী তাতে আসে যায়?

বুঁজিলেই ঐ দু’চোখ তোমার
সাদা-কালোয় হারায়,
এত তুমি খোঁজ কী রে
আন্ধারে কিছু নাই।

No comments:

Post a Comment