Saturday, November 5, 2016

প্রাকৃতিক উপায়ে মশা দমন

প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা পর্ব-১২

 

 

এক্সপেরিমেন্ট;
এখন আমাদের এক্সপেরিমেন্ট এই ধারনা গুলোর ভিত্তিতে সাজাবো। এক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের যন্ত্রপাতি তৈরি করব।
প্রথমে অন্ধকার পরিবেশ তৈরির জন্য কালো বালতি ব্যবহার করা যেতে পারে।
তারপরে তাপমাত্রার জন্যে আমরা ইলেক্ট্রিক বাল্ব ব্যবহার করতে পারি। রেগুলেটর ব্যবহার করে তাপমাত্রা কমানো বাড়ানো যাবে। এটি আলাদা ভাবে অথবা কালো বালতিতে স্থাপন করে ব্যবহার করা যেতে পারে। বালতির ক্ষেত্রে ভেতরে তাপ উৎপাদন করে বালতির মুখে ঝাঝরের মত একটি প্লেট বা কালো কাপড় ছিদ্র করে রাখা যেতে পারে। যার ছিদ্রগুলো দিয়ে হালকা তাপ বের হবে, যেন ঠিক মানুষের কানের মত বা শরীরের মত একটি অবস্থার সৃষ্টি হয়েছে এই ছিদ্রের সংখ্যা কমাতে বাড়াতে হবে। কারন বেশি ছিদ্র হলে সব ছিদ্র দিয়ে বের হওয়া তাপ একসাথে মিলে অত্যধিক গরম অবস্থার সৃষ্টি করবে।
তবে ইলেক্ট্রিক বাল্ব অন্ধকার তৈরিতে বাধা হবে। তাই আমরা বাজারে পাওয়া তাতালের কয়েল ব্যবহার করে তাপমাত্রার সৃষ্টি করব। এতে একসাথে অন্ধকার ও তাপের কম্বিনেশন ঘটিয়ে এক্সপেরিমেন্ট করা গেল।
ইলেকট্রিক ওয়েভ সৃষ্টির জন্য একটি যন্ত্র (একটি সার্কিটে বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে তাতে রেডিও এর এন্টেনা লাগিয়ে প্রবাহ ছড়িয়ে দেয়া যেতে পারে, একটি টেস্টার এন্টেনার গায়ে না লাগিয়ে আশেপাশে ধরে তাতে বিদ্যুতের উপস্থিতি পেলেই বোঝা গেল তড়িত তরঙ্গ সৃষ্টি হয়েছে) বানিয়ে তাতে রেগুলেটর লাগিয়ে তা কমিয়ে বাড়িয়ে আমরা এক্সপেরিমেন্ট করব। এই ওয়েভ মাপার জন্য হার্জ মিটার প্রয়োজন। এই যন্ত্রটি বেশ ব্যয়সাধ্য।
আমরা এভাবে বিভিন্ন পদ্ধতির কম্বিনেশন ঘটিয়ে ও আলাদা আলাদা ভাবে পদ্ধতিগুলো ব্যবহার করে আমাদের এক্সপেরিমেন্টের দিকে আগাবো।

পদ্ধতি-১;
অন্ধকার পরিবেশ সৃষ্টি করে। এক্ষত্রে কালো বালতি ব্যবহার করা হবে।
পদ্ধতি-২;
তাপমাত্রা তৈরির মাধ্যমে। এক্ষেত্রে ইলেক্ট্রিক বাল্ব উন্মুক্ত জায়গায় একবার ও একবার বালতিতে রেখে।
পদ্ধতি-৩;
ইলেক্ট্রিক ওয়েভ সৃষ্টির মাধ্যমে।
পদ্ধতি-৪;
অন্ধকার ও তাপমাত্রা মিলিয়ে। কালো বালতি ও তাতালের কয়েল দিয়ে তাপমাত্রা সৃষ্টির মাধ্যমে।
পদ্ধতি-৫;
শব্দ তরঙ্গ সৃষ্টির মাধ্যমে। এক্ষেত্রে একটি অডিও কার্ড ব্যবহার করে তার জড়ানো কয়েল ব্যবহার করে শব্দের ওয়েভ সৃষ্টি করা হবে ছোট্ট মাইকের মাধ্যমে। এই শব্দ মানুষ শুনতে পাবেনা।
পদ্ধতি-৬;
অন্ধকার পরিবেশে শব্দ তরঙ্গ ব্যবহার করব।
পদ্ধতি-৭;
অন্ধকার পরিবেশে ইলেকট্রিক ওয়েভ ব্যবহার করব।
পদ্ধতি-৮;
অন্ধকার পরিবেশে ইলেকট্রিক ওয়েভ, তাপমাত্রা, শব্দ তরঙ্গ এসব বিভিন্ন ভাবে মিল-মিশ করে ব্যবহার করব।  

***অন্ধকার পরিবেশ তৈরি করতে একবার প্লাস্টিকের বালতি আর আরেকবার মাটির হাঁড়ি ব্যবহার করব।***


পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন
পর্ব-৪ দেখতে ক্লিক করুন  
পর্ব-৫ দেখতে ক্লিক করুন 
পর্ব-৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-৮ দেখতে ক্লিক করুন 
পর্ব-৯ দেখতে ক্লিক করুন  
পর্ব-১০ দেখতে ক্লিক করুন 
পর্ব-১১ দেখতে ক্লিক করুন 
পর্ব-১২ দেখতে ক্লিক করুন 

পর্ব-১৩ দেখতে ক্লিক করুন 
পর্ব-১৪ দেখতে ক্লিক করুন 
পর্ব-১৫ দেখতে ক্লিক করুন

পর্ব-১৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-১৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-১৮ দেখতে ক্লিক করুন

পর্ব-১৯ দেখতে ক্লিক করুন 
পর্ব-২০ দেখতে ক্লিক করুন 
পর্ব-২১ দেখতে ক্লিক করুন

পর্ব-২২ দেখতে ক্লিক করুন 
পর্ব-২৩ দেখতে ক্লিক করুন 
পর্ব-২৪ দেখতে ক্লিক করুন

 

 



No comments:

Post a Comment