ক.
যত প্রেম যত সুখ
যত ভালোবাসা,
এনে দেব সবই তোমায়
পণ করেছি তা।
খ.
প্রেমেতে হারিয়ে, পাহাড়ের চূড়াতে,
মেঘেদের ছুঁয়েছি আমি।
তোমাতে তাকিয়ে,
শিশিরে ভিজিয়ে,
জোছনা মেখেছি আমি।
যেওনা কখনো- শোন
ভুলিয়া তুমি এই আমাকে,
বাসিয়া ভালো, মিশেছি আমি
শুধু ঐ তোমাতে।
গ.
জানিনি তুমি কবে
উড়বে ভবে ডানা মেলি,
রয়েছে নোলকে, ময়ূরে পেখমে
কত শিল্পীর রং তুলি।
বুঝিনি কখনো
ঐ আকাশে রাঙ্গানো-
রংধনুতে তুমি,
খুঁজিনি কখনো
রংয়েতে ডুবানো-
শিল্পীর তুলিতে তুমি।
সেই তুলিতে মাখিয়া
তুমি, আঁকিয়া ফিরো
দেখো থেমে গোধূলি,
সেই রংয়েতে ডুবে
মিশিয়া আছি,
সেতো তোমারি এই আমি।
যেওনা কখনো- শোন
ভুলিয়া তুমি এই আমাকে,
বাসিয়া ভালো, মিশেছি আমি
শুধু ঐ তোমাতে।
যত প্রেম যত সুখ
যত ভালোবাসা,
এনে দেব সবই তোমায়
পণ করেছি তা।
খ.
প্রেমেতে হারিয়ে, পাহাড়ের চূড়াতে,
মেঘেদের ছুঁয়েছি আমি।
তোমাতে তাকিয়ে,
শিশিরে ভিজিয়ে,
জোছনা মেখেছি আমি।
যেওনা কখনো- শোন
ভুলিয়া তুমি এই আমাকে,
বাসিয়া ভালো, মিশেছি আমি
শুধু ঐ তোমাতে।
গ.
জানিনি তুমি কবে
উড়বে ভবে ডানা মেলি,
রয়েছে নোলকে, ময়ূরে পেখমে
কত শিল্পীর রং তুলি।
বুঝিনি কখনো
ঐ আকাশে রাঙ্গানো-
রংধনুতে তুমি,
খুঁজিনি কখনো
রংয়েতে ডুবানো-
শিল্পীর তুলিতে তুমি।
সেই তুলিতে মাখিয়া
তুমি, আঁকিয়া ফিরো
দেখো থেমে গোধূলি,
সেই রংয়েতে ডুবে
মিশিয়া আছি,
সেতো তোমারি এই আমি।
যেওনা কখনো- শোন
ভুলিয়া তুমি এই আমাকে,
বাসিয়া ভালো, মিশেছি আমি
শুধু ঐ তোমাতে।
ঘ.
যত প্রেম যত সুখ
যত ভালোবাসা,
এনে দেব সবই তোমায়
পণ করেছি তা।
যত প্রেম যত সুখ
যত ভালোবাসা,
এনে দেব সবই তোমায়
পণ করেছি তা।
No comments:
Post a Comment