তুই যে আমার
খামখয়োলি ভাব,
তুই যে আমার
দুরন্তপনার চাল,
খামখয়োলি ভাব,
তুই যে আমার
দুরন্তপনার চাল,
আমার যে তুই
সকাল বলোর ঘুম
ভাঙ্গানো পাখরি
কচিরি মচিরি ডাক।
বলি আমি তোরে
ওরে যা তুই দূরে,
কেন এমনি করসি
জালাতন আমায়?
তোর ওই হাসিতে দেখি
জালাতন আমায়?
তোর ওই হাসিতে দেখি
প্রজাপতরি মেলা,
তোর চোখের তারাতে দেখি
তোর চোখের তারাতে দেখি
জোনাকির খেলা।
যাস না কেন দূরে তুই
যাস না কেন দূরে তুই
ছেড়ে দিয়ে আমায়,
আমি তোতে বিভোর নই
সত্যি বলছি তাই।
মনে চাই,
দেই খুলে এই
পিঞ্জরের দুয়ার,
কত দূরে যেতে পারিস
আমি তোতে বিভোর নই
সত্যি বলছি তাই।
মনে চাই,
দেই খুলে এই
পিঞ্জরের দুয়ার,
কত দূরে যেতে পারিস
ছেড়ে দিয়ে আমায়।
মুখে আমি বলি ও
যা দূরে যা,
মনে আমি বলি ওরে,
মুখে আমি বলি ও
যা দূরে যা,
মনে আমি বলি ওরে,
তুই থেকে যা।
চোখের আড়াল হলে
বুঝি তুই
কত রে আপন...
আমি তোতে অন্ধরে,
চোখের আড়াল হলে
বুঝি তুই
কত রে আপন...
আমি তোতে অন্ধরে,
এ মনে যে পাগল।
আমায় যখন দেখিস
আমায় যখন দেখিস
ওরে তুই অপলকে,
বুঝি আমি তোকে
কত আপন করে।
কত আপন করে।
যখন তুই লজ্জা ভরে
তাকাস আমার দিকে,
বুঝি আমি তোকে
রে কত যতনে।
রে কত যতনে।
মন শুধু বলে
ওরে আয়না কাছে
কারন,
আমি জানি
তোরে কত আপন করে...
No comments:
Post a Comment