Saturday, November 24, 2018

অথৈ জলের একটা সৌন্দর্য আছে। এই জলের বুকে ভেলা ভাসিয়ে তার শীতলতা স্পর্শ করা যায়। এতে সকাল সন্ধ্যার লাল টুকটুকে সূর্যের পূর্ব থেকে পশ্চিমে ঠেলে চলার গতিময়তা দেখা যায়। তার বুকে ভেসে থাকা পটের গাছগুলো একে অন্যের হাতে হাত রেখে নিজ নিজ ফুল গুলো উঁচুতে ধরে ঢেউয়ের তালে তালে সবাই মিলে দোল খায়। তাতে উচ্ছসিত হয়ে পাঁপড়ি ছড়িয়ে নিশ্চিন্তে ফুটে থাকা শাপলা হরণের মত পৈশাচিক আনন্দ উপভোগ করা যায়। মুক্ত আকাশকে দেখার জন্য ঘাড় উঁচু করে আর উপরে তাকানো লাগে না। অথচ ডানা ভেঙে আছড়ে পড়া একটা বিহঙ্গ জানে, এই রুপময় জলরাশিতে সে কতটা অসহায়।

No comments:

Post a Comment