বাঁচি না তোমায় ছাড়া
মরিতেও নাহি পারি,
কোথা যাবে তুমি আবার
দুঃখে আমি মরি।
হৃদয় আমার চাহে শুধু
একটু বৃষ্টি ফোটা,
তুমি ছাড়া কে আছে
আমার মেঘের ঘনঘটা।
চেয়ে থাকি ঐ তোমাতে
মন যে নাহি ভরে,
কেন লুকাও ওগো তুমি
চোখের পলক পরে।
মরিতেও নাহি পারি,
কোথা যাবে তুমি আবার
দুঃখে আমি মরি।
হৃদয় আমার চাহে শুধু
একটু বৃষ্টি ফোটা,
তুমি ছাড়া কে আছে
আমার মেঘের ঘনঘটা।
চেয়ে থাকি ঐ তোমাতে
মন যে নাহি ভরে,
কেন লুকাও ওগো তুমি
চোখের পলক পরে।
চাই না আমি শোন ওগো
তোমায় ছাড়া ভূবন,
পড়লে পলক তোমার চোখে
হই যে আমি হরণ।
যেও না শোন আর কখনো
ফিরে যখন এলে,
পাল তুলেছি এই মরুতে
আকাশেরই নীলে।
আমায় ছেড়ে আর যেও না
ভালোবাসি তোমায়,
বলতে আমি পারিনি বলে
কী তাতে আসে যায়?
No comments:
Post a Comment