Saturday, November 24, 2018

নিঃশ্বাসে শুধু আমি (গান)

তোমার চোখের তারায়
দেখি এই আমি,
তোমার নিঃশ্বাসে আছি
শুধু আমি।

তুমি চাইলেই জানো
এই আমি,
আকাশেতে উড়াই
ঐ ঘুড়ি খানি।

চোখেতে তোমার
জানো, মরি আমি,
তুমি চাইলেই তা
হরিণীর মণি।

তুমি গুণে দেখ
শুধু তারা খণি,
আমি হারাবো জানো
জানো তুমি।

চেয়ে, চেয়ে দেখ সুখ
সুখ খানি,
আমি এনে দেব
তার সব খানি।

চোখেতে তোমার
জানো, হারাই আমি
ঐ চোখের তারায়
আমায় খুঁজি আমি।

প্রতি নিঃশ্বাসে তোমার
রয়েছি আমি,
শুধু এই আমি, আমি,
এই আমি...

No comments:

Post a Comment