কে
তুমি ও রুপসীনী
কোন
নগরীর পরী,
আসিয়াছো কোথা
থেকে
জানিতে
কি পারি?
আসিয়াছ
তব কি তুমি
আকাশ
থাকিয়া,
ভাসিয়া
বাতাসে নাকি
ডানা
মেলিয়া?
হাসিটা
তোমারি কত
জোছনা
মাখিয়া,
ছুঁয়ে
দেখি আমি তার
এত
স্নিগ্ধতা।
স্বর্গ
টানে মর্তে নামে
আমারি
আশা,
কবে
তুমি বলবে আমি
তোমার
মত ভাসিয়া।
তোমার
আশায়, তোমার ভাষায়
রই
বুক ও বাঁধিয়া,
একটু
হাসিমুখো তোমার
দেখিয়া
চাহিয়া।
তুমি
মেলে দেখ চোখ
রেখে
চোখে দু চোখ,
আমাকে
হারাই আমি
কত
অপলক।
বলোনা
কখনো তুমি
অন্য
কারো,
তব,
নিঃশ্বাস আমারি
তুমি
শূন্য ধরো।
জানি
তুমি আসিয়াছ
স্বর্গ
থাকিয়া,
কত
দূরে তাহা বলো,
যাবো
ও সাথীয়া।
কে
তুমি ও রুপসীনী
কোন
নগরীর পরী,
আসিয়াছো কোথা
থেকে
জানিতে
কি পারি?
আসিয়াছ
তব কি তুমি
আকাশ
থাকিয়া,
নাকি
ভাসিয়া বাতাসে
তোমার
ডানা মেলিয়া?
No comments:
Post a Comment