Saturday, November 24, 2018

তুমি আছো (গান)

কিছু কিছু ছিল
তুমি ছিলে তাই,
কিছুটা আছে
তুমি যে আছো তাই।

দেখি আমি জলে
কে সে পাল তুলে,
কাগজের নৌকায়
ভেসেছো তুমি ভুলে।

তুমি তো আকাশে
পাখিদের সাথে,
কেটে দিয়ে ঘুড়ি
ভাসাও বাতাসে।

ভ্রমরাও গায় গান
তুমি আছো বলে,
ফুলেরাও ফুটে তুমি
খোপা যে করো চুলে।

লুকোচুরি ছলে
গেলে কোথা হারিয়ে,
খুঁজে মরি আমি
সে ছায়াটা মাড়িয়ে।

সবকিছু আছে
তুমি আছতো তাই,
সবকিছু ছিল,
তুমিতো ছিলে তাই।

No comments:

Post a Comment