Saturday, November 24, 2018

তোর লাইগা (গান)

সেদিন আমি তোর লাইগা
হাওয়াই উড়িলাম,
সেদিন আমি তোর লাইগা 
আবেগী হইলাম।

সেই আবেগ লইয়া
হেসে ফিরিলাম,
তোরে না দেখিয়া
কাঁদিয়া দিলাম।

সেদিন আমি তোর লাইগা
মেঘ ছুঁইলাম,
সেই মেঘেরে কইয়া
বৃষ্টি নামাইলাম।

সেই বৃষ্টিতে আমি
স্নান করিলাম,
তোর কথা মেঘেদের
কইয়া রাখিলাম।

সেদিন আমি তোর লাইগা
পক্ষী কিনিলাম,
সেই পক্ষীর থাইকা
গান শিখিলাম।

সেই গান গাইয়া আমি
তোরে ডাকিলাম,
তোর কথা পক্ষীরে
কইয়াও দিলাম।

সেদিন আমি জোনাকীর
ভীড়ে মিশিলাম।
সেই ভীড় ঠেইলা আলো
তার চুরি করিলাম।

সেই আলো জ্বালিয়া
তোকে খুজিলাম আমি,
জোনাকীর মেলায় তোকে
নাহি পাইলাম।

সেদিন আমি পূর্ণিমার
জ্যোৎস্না দেখিলাম,
তার স্নিগ্ধতার কিছু
গায়ে মাখিলাম।

জ্যোৎস্নারে ডাকিয়া
কইয়াও দিলাম,
আর সবই তোর জন্য
জমাইয়া রাখলাম।

এত কিছু লইয়া আমি
তোরে খুঁজিলাম,
সব ছাড়িয়া তোরে
ভালোবাসিলাম।

হুম
এত কিছু বদলাইয়া
আমি তোরে চাহিলাম,
সব ছাড়িয়া
তোরে ভালোবাসিলাম ।

No comments:

Post a Comment