মন ভরে না আমার
তোমাকে দেখিয়া,
বন্ধুয়া আমি তোমায়
ফিরে পেতে চাই।
আমি বুঝি না শুনি না
দেখিবো তোমারে,
আছো লুকাইয়া
ও বন্ধুয়া কোথায়?
আকাশ বাতাস ঘুরিয়া
মেঘেতে জমিয়া,
জগতো ফুরাইয়া
তোমারি খোঁজ না পাই।
পলকও না ফেলিয়া
এ মনো ভরিয়া
তোমাকে দেখিতে চাই
ও আমি কোথায় তোমায় পাই?
আমি দুই চক্ষু মেলিয়া
জগতো ঘুরিয়া
খুঁজিয়া ফিরিলাম-
তোমারি দেখা কেন নাই?
মন ভরে না আমার
তোমাকে দেখিয়া,
তোমাকে দেখিয়া,
বন্ধুয়া আমি তোমায়
ফিরে পেতে চাই।
আমি বুঝি না শুনি না
দেখিবো তোমারে,
আছো লুকাইয়া
ও বন্ধুয়া কোথায়?
আকাশ বাতাস ঘুরিয়া
মেঘেতে জমিয়া,
জগতো ফুরাইয়া
তোমারি খোঁজ না পাই।
পলকও না ফেলিয়া
এ মনো ভরিয়া
তোমাকে দেখিতে চাই
ও আমি কোথায় তোমায় পাই?
আমি দুই চক্ষু মেলিয়া
জগতো ঘুরিয়া
খুঁজিয়া ফিরিলাম-
তোমারি দেখা কেন নাই?
মন ভরে না আমার
তোমাকে দেখিয়া,
খুঁজিয়া কেন
নাহি পাই?
তোমাকে দেখিয়া
আমার মন ভরে না
তাই তোমায়
ফিরে পেতে চাই।
ও বন্ধুয়া আমি তোমায়
ফিরে পেতে চাই।
নাহি পাই?
তোমাকে দেখিয়া
আমার মন ভরে না
তাই তোমায়
ফিরে পেতে চাই।
ও বন্ধুয়া আমি তোমায়
ফিরে পেতে চাই।
No comments:
Post a Comment