Tuesday, August 23, 2016

প্রাকৃতিক উপায়ে মশা দমন

প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-৯

Experiment:8




তারিখঃ ২২/০৮/২০১৬


স্থানঃ শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রুম নং- ১৩১)


ফাঁদের সংখ্যাঃ ১টি। ঘরের মধ্যে। নতুনভাবে বানানো। পুরনো গুলো ব্যবহার করা সম্ভব হলোনা প্রচন্ড গন্ধের কারনে।


পানির পরিমাণ ২৫০মি.লি., চিনি ১০০গ্রাম, ইষ্ট ৩ টেবিল চামচ। ইষ্ট মেশানো অবস্থায় পানির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এই পানিতে চিনি মেশানোর পর তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। পানি ফুটানো হয়নি।


ফলাফলঃ


সন্ধ্যায় প্রচণ্ড মশার প্রকপ। ফাঁদ দেয়ার পরে হঠাৎ ঘন্টা তিনেকের মত কোন মশা নেই। ফাঁদের আশেপাশেও কোন মশা ঘুরতে দেখা গেলনা। ফাঁদে গ্যাস হয়ে বোতলের ছিপি লাগানো মুখ ইষ্টের ফেনায় বন্ধ হয়ে গেছিল। পরে ফেনা ছাড়িয়ে দিলাম। রুমে সেসময় মসুর ডাল আর ব্রয়লার মুরগী রান্না হচ্ছিল।


**রুমমেটের বিরক্তি আজ রাগে পরিণত হয়ে গেছে। পুরণো ফাঁদ গুলিতে এলকোহলের গন্ধ করায় বাইরের পোলাপান আমাকে সন্দেহ করা শুরু করে দিসে। আমি হলে নিম্নমানের মদ বানাচ্ছি এরকম টাইপ। কারো এজেন্ট হিসেবে সবার সামনে তা করার সাহস দেখাচ্ছি ইত্যাদি।**


  (বি.দ্র.  ঘরে আর বাইরে আজ অসংখ্য মশা। গত কাল বৃষ্টি হওয়ায় আর আজ রোদ হওয়ায় মশার উৎপাত আজ চরমে)


পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন
পর্ব-৪ দেখতে ক্লিক করুন  
পর্ব-৫ দেখতে ক্লিক করুন 
পর্ব-৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-৮ দেখতে ক্লিক করুন 
পর্ব-৯ দেখতে ক্লিক করুন  
পর্ব-১০ দেখতে ক্লিক করুন 
পর্ব-১১ দেখতে ক্লিক করুন 
পর্ব-১২ দেখতে ক্লিক করুন

No comments:

Post a Comment