Tuesday, August 23, 2016

প্রাকৃতিক উপায়ে মশা দমন

প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-৮

Experiment: 7


তারিখঃ ২১/০৮/২০১৬

স্থানঃ শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রুম নং- ১৩১)

ফাঁদের সংখ্যাঃ ৩টি। ১টি ঘরের মধ্যে। ২টি ঘরের বাইরে যেগুলি ১দিনের পুরনো; এগুলো আগের রাতে ব্যবহার করা আর বেশ গন্ধ।

আর নতুন ভাবে বানানো অর্থাৎ পানি, চিনি, ইষ্ট মিশিয়ে বানানো যেটিতে CO2 তৈরি হচ্ছে সেটিতে পানির পরিমাণ ২০০মি.লি., চিনি ৭০গ্রাম, ইষ্ট ৩ টেবিল চামচ। ইষ্ট মেশানো অবস্থায় পানির তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। এই পানিতে চিনি মেশানো অবস্থায় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস তারপর পানি ফুটিয়ে তা ৩১ ডিগ্রী তাপমাত্রায় এনে ইষ্ট মিশিয়েছি।

ফলাফলঃ

একদিনের পুরনো এলকোহলের গন্ধ বিশিষ্ট ২টি ফাঁদ যেগুলি ঘরের বাইরে ছিলঃ কোন মশা বা ইনসেক্ট ঘুরতে দেখা যায়নি। সারারাত বৃষ্টি হওয়ায় কোন মশা নেই।

নতুন ফাঁদঃ মশা ঢুকেনি। তবে কিছু মশা ফাঁদকে কেন্দ্র করে ঘুরাফিরা করেছে।

**রুমমেট এর সাথে রাগারাগি করে একটা ফাঁদ আজ ঘরে রেখেছি। বাইরে বোতল কেটে বানানো ফাঁদ দেখে অনান্য অনেক ছাত্ররাও আজ ঠাট্টা করেছে**

 (বি.দ্র. হলে ঘরে আর বাইরে আজ কোন মশা নাই। বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় কোন মশা নেই। এছাড়া প্রচণ্ড বাতাস ও বইছে। রুমে কালকের লুকিয়ে থাকা কিছু মশা হালকা জ্বালাতন করেছে সন্ধ্যায়। পরে আর মশার উপদ্রব লক্ষ করা যায়নি।)


পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন 
পর্ব-৩ দেখতে ক্লিক করুন 
পর্ব-৪ দেখতে ক্লিক করুন  
পর্ব-৫ দেখতে ক্লিক করুন 
পর্ব-৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-৮ দেখতে ক্লিক করুন 
পর্ব-৯ দেখতে ক্লিক করুন  
পর্ব-১০ দেখতে ক্লিক করুন 
পর্ব-১১ দেখতে ক্লিক করুন 
পর্ব-১২ দেখতে ক্লিক করুন


No comments:

Post a Comment