Thursday, August 18, 2016

প্রাকৃতিক উপায়ে মশা দমন

প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-৩

Experiment:2




তারিখঃ ১৬/০৮/২০১৬

স্থানঃ শহীদ শামসুজ্জোহা হল, রা.বি. (রুম নম্বরঃ ১৩০ এবং ১৩১)
দুই রুমে দুই ফাঁদ।

পানিঃ স্বাভাবিক তাপমাত্রার পানি। আনুমানিক ১০০ মি.লি.।

চিনিঃ আনুমানিক ৩০-৪০গ্রাম

ইস্টঃ এক চা চামচ। পানির উপরে ছড়িয়ে দিলাম। মিশালাম না।

ফাঁদের সংখ্যাঃ ২ টি

ফলাফলঃ

-> রুম নম্বর-১৩১ এর টাতে রাতে কিছু মশা ৫/৬ টি ফাঁদের উপরে বসে ছিল, কিন্তু পানিতে পড়েনি। সকাল বেলা- ২ টা মশা, ২ টা পিপড়া, একটা House Fly পানিতে ডুবে মরে আছে। পানি খেজুরের রসের মত গন্ধ করছে। এলকোহোল এর গন্ধ নিশ্চয়।

*রুমে রাতে মশার উপদ্রব কমার তেমন কোন লক্ষণ পাওয়া গেলনা*

-> রুম নম্বর-১৩০ এ রিস্ক না নিয়ে ঘুমানোর সময় কয়েল জ্বালানো হয়েছিল।

পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন 
পর্ব-৩ দেখতে ক্লিক করুন 
পর্ব-৪ দেখতে ক্লিক করুন  
পর্ব-৫ দেখতে ক্লিক করুন 
পর্ব-৬ দেখতে ক্লিক করুন 
পর্ব-৭ দেখতে ক্লিক করুন 
পর্ব-৮ দেখতে ক্লিক করুন 
পর্ব-৯ দেখতে ক্লিক করুন  
পর্ব-১০ দেখতে ক্লিক করুন 
পর্ব-১১ দেখতে ক্লিক করুন 
পর্ব-১২ দেখতে ক্লিক করুন




No comments:

Post a Comment