প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-৫
Experiment: 4
তারিখঃ ১৮/০৮/২০১৬
স্থানঃ শহীদ শামসুজ্জোহা হল,
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রুম নং- ১৩১) এর ভিতরে এবং বাইরে যেখানে মশার উৎপাত বেশি
হবার কথা, আর কেতাব ভাই এর বাড়ি।
ফাঁদের সংখ্যাঃ মোট ৪টি; ৩টি হলে আর ১টি
কেতাব ভাই এর বাড়িতে। আগের রাতে ব্যবহার করা ফাঁদ যেগুলিতে এলকোহল তৈরি হয়ে
খেজুরের রসের মত গন্ধ বেরুচ্ছে, পিওর আখের চিনি ব্যবহার করায় হালকা গুড়ের মত গন্ধও
বের হচ্ছে।
হলে
ঘরের ভিতরে ২টি এলকোহল বিশিষ্ট ফাঁদ, ১টি এলকোহল বিশিষ্ট ফাঁদ ঘরের বাইরে এমন
জায়গায় রাখলাম যেখানে মশা থাকার সম্ভাবনা খুব বেশি।
আর
নতুন ভাবে বানানো অর্থাৎ পানি, চিনি, ইষ্ট মিশিয়ে বানানো যেটিতে CO2 তৈরি হচ্ছে সেটি কেতাব ভাইয়ের বাড়িতে। এই ফাঁদে পানির
পরিমাণ ২০০মি.লি., চিনি ৫০গ্রাম, ইষ্ট ২ টেবিল চামচ। ইষ্ট মেশানো অবস্থায় পানির
তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। এই পানি ফুটিয়ে নিয়ে তাতে চিনি মিশিয়ে ঠান্ডা করা
হয়েছিল।
ফলাফলঃ
এলকোহলের গন্ধ বিশিষ্ট ফাঁদ যেটি ঘরের বাইরে ছিলঃ কোন মশা পাওয়া গেলনা। রাতে তেমন কোন ইনসেক্ট বা মশা ফাঁদের আশে পাশে ঘুরতে দেখা
যায়নি।
এলকোহলের গন্ধ বিশিষ্ট ফাঁদ যেটি ঘরের ভিতরে ছিলঃ ২টি মশা। রাতে তেমন কোন ইনসেক্ট ফাঁদের
আশে পাশে ঘুরতে দেখা যায়নি।
এলকোহলের গন্ধ বিশিষ্ট আরেকটি ফাঁদ যেটি ঘরের ভিতরে ছিলঃ ২টি মশা। রাতে তেমন কোন ইনসেক্ট ফাঁদের
আশে পাশে ঘুরতে দেখা যায়নি।
**মশা না পাওয়ায় রুমমেট
এর আজও হাসাহাসি**
কেতাব ভাইয়ের বাড়িতে রাখা নতুন ফাঁদেঃ মশা ৩টি, অনেকগুলো পিপড়া। ফাঁদের পাশে বেশ কিছু মশা সহ ইনসেক্ট ঘুরাফিরা
করেছে।
(বি.দ্র. হলের ঘরে আর বাইরে কোন খানেই তেমন মশা
নেই। হালকা বৃষ্টি ও সজোরে বাতাসের কারনে মশার তেমন উপদ্রব লক্ষ করা যায়নি)।
পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-৫ দেখতে ক্লিক করুন
No comments:
Post a Comment