প্রাকৃতিক উপায়ে মশা দমন এর উপর গবেষণা (ইষ্ট আর ব্রাউন সুগার ব্যবহার করে) পর্ব-২
Experiment:1
তারিখঃ ১৫/০৮/২০১৬
স্থানঃ আমার গ্রামের বাড়ি।
৩ ঘরে ৩ টি, বাড়ির বাইরে ১টি
যেখানে মশার উৎপাত বেশি হবে এরকম জায়গায়, ছাদের উপর ১টি যেখানে রাতে মশার জ্বালায়
এক মিনিট ও বসে থাকা যায়না।
পানিঃ ফুটিয়ে তারপর স্বাভাবিক
তাপমাত্রায় এনে বোতলে রাখলাম। তারপর চিনি মিশ্রিত করলাম। পানি আনুমানিক ২০০
মি.লি.।
চিনিঃ আনুমানিক ৫০গ্রাম।
ইষ্টঃ এক চা চামচ। পানির সাথে
মিশিয়ে দিলাম।
ফাঁদের সংখ্যাঃ ৫ টি।
ফলাফলঃ
আমার মাঃ তুই বাড়িতে কি আনলি
যে মশা আজ একটাও নাই।
ভাইঃ হুর আজ বাড়িতে মশাই
নাই। তোর সিস্টেম ভুল।
আব্বাঃ হাগোল পাগোল কই থেকে
বাড়ি আইলো? ওই কয়েল জ্বালা। (মশা কামড়াতে পারে এই ভয়ে)
শান্ত (মামাতো ভাই; পিচ্চি) : ঠাট্টা করে- কিরে ভাই, তুই নাকি ফাঁদ বানাইচিস,
মশা নাকি উড়ে উড়ে এসে পড়বে এর মধ্যে? কই, তোর মশা কই?
আমিঃ আসলে আজ মশাই নাই।
সকাল বেলাঃ কোন ফাঁদে কোন মশা নেই। একটাও না।
(বি.দ্র. আসলে আগের
দিন বৃষ্টির কারণে মশা নেই)
পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন
পর্ব-৪ দেখতে ক্লিক করুন
পর্ব-৫ দেখতে ক্লিক করুন
পর্ব-৬ দেখতে ক্লিক করুন
পর্ব-৭ দেখতে ক্লিক করুন
পর্ব-৮ দেখতে ক্লিক করুন
পর্ব-৯ দেখতে ক্লিক করুন
পর্ব-১০ দেখতে ক্লিক করুন
পর্ব-১১ দেখতে ক্লিক করুন
পর্ব-১২ দেখতে ক্লিক করুন
পর্ব-১ দেখতে ক্লিক করুন
পর্ব-২ দেখতে ক্লিক করুন
পর্ব-৪ দেখতে ক্লিক করুন পর্ব-৫ দেখতে ক্লিক করুন
পর্ব-৬ দেখতে ক্লিক করুন
পর্ব-৭ দেখতে ক্লিক করুন
পর্ব-৮ দেখতে ক্লিক করুন
পর্ব-৯ দেখতে ক্লিক করুন
পর্ব-১০ দেখতে ক্লিক করুন
পর্ব-১১ দেখতে ক্লিক করুন
পর্ব-১২ দেখতে ক্লিক করুন
No comments:
Post a Comment